“ঈদের চাঁদ”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~
মেহেদি পাতায় রং এসেছে
রাঙ্গাবে সকলে হাত,
নীল আকাশে দেখা দিয়েছে
খুশির ঈদের চাঁদ।
বছর ঘুরে রামাদানের শেষে
এলো খুশির ঈদ,
ধনী দরিদ্র সকলে মিলে
গাইছে ঈদের গীত।
নতুন জামা নতুন জুতা
কত ধরো বায়না,
পথ শিশুর ছোট্টো গায়ে
ঈদের জামা পায়না।
কোরমা পোলাও কিংবা পায়েস
স্বপ্ন তাদের মিছে,
তাদের মুখেও ফুটবে হাসি
টানো যদি কাছে।
সাধ্যমত বাড়াই যদি
একটু সাহায্যের হাত,
ঈদের খুশি দ্বিগুণ হবে
দেখবে ওরাও চাঁদ।।