ঈদের খুশি
সাহানা
ঐ শাওয়ালের চাদঁ উঠেছে
লাগলো খুশির ধুম,
বিনা মেঘের বজ্রপাতে
ভাঙ্গলো সবার ঘুম।
একটি মাস গত হলো, সিয়াম সাধনায়
সেহেরি আর ইফতারিতে আনন্দের বন্যায়।
ঘরে ঘরে মুমিনগন গভীর ইবাদতে,
মগ্ন ছিলো করতে খুশি স্বয়ং আল্লাহকে।
তাইতো, দয়ার দাতা দিলো এমন পুরস্কার,
আমরা বান্দা বুঝবো কি তার অপার মহিমার?
রাধছে সবাই ফিরনী, পায়েস,জর্দা,পোলাও, সেমাই
নতুন জামা পরেছে খুকি,খুশির অন্ত নাই।
ছেলে বুড়ো সকলেতে যাবে ঈদগাহে,
ঐ শাওয়ালের চাদঁ উঠেছে,দেখ সবাই চাহে।
এমন দিনে কেউ ভুলনা গলির ঐ ছেলেটাকে,
নতুন জামা না পেয়ে যে,ঘুরছে পথে পথে।
তারও খুশি করার আছে অধিকার,
তোমার আছে ৪ টি জামা
তাকেও দিও একটি উপহার।
আফগান আর সিরিয় শিশুদের কথা
একবার যদি ভাবো,
তাদের তরে বিশ্ব মুসলিম উম্মাহ
আর একবার জাগো।
কে দিবে নতুন জামা,ঈদ কেমন যাবে?
তাদের কথা ভাবলে পড়ে,
হৃদয় শিউরে উঠে।
ঈদ এসেছে ঘরে ঘরে আনন্দ নিয়ে,
ত্যাগ আর খুশির মিলন হবে
বিশ্ব ভ্রাতৃত্ব দিয়ে।।।।