//ধর্ষণ //
কলমে: চছাম মনির
যৌবনের কঠিন নগ্ন অভিশাপে
দাড়িয়ে আছি-
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,
নষ্ট সমাজের কিছু হায়েনার
ছোবল থেকে-
রক্ষা পায়না কেউ এখানে !
সভ্যতার এই বসুধায় কিছু
জন্মেছে আজ নরপশু,
নিরাপদ নেই ঘরে বাইরে
তরুণী নারী কিংবা শিশু ।
সোনালি রঙিন ফানুসে তাদের
হয়না জীবন রাঙা,
কুলুষিত এই সমাজে আজ
বারে বার তাই স্বপ্ন ভাঙা !
দিগন্তের এই ধরনীর বুকে
সবারই তো ছিলো স্বপ্ন ,
মানুষরূপী কিছু হায়েনার দল
করে দেয় সমাজে নগ্ন !
ধর্ষণ সেতো জঘন্য পাপ
ঘৃণ্য মানসিকতা,
সমাজে কিছু পিচাশের দল
বুঝেনা সেই মানবিকতা।
বোবা কান্নায় ভাঙে হৃদয়
খবর শোনি এ কি ,
নির্যাতনের কত ধরণ
নিত্যদিনই দেখি ।
বাসে ধর্ষণ ট্রেনে ধর্ষণ
ধর্ষিত গৃহ-পরিচারিকা,
কঠোর হস্তে লাঠি চালাস তোরা
থাকিসনে আর বোকা ।
নারী যদি কঠোর হস্তে
করে আত্মরক্ষা,
সবাই তোরা পাশে থেকে
পিচাশকে দিস শিক্ষা ।
নারীকে তোরা দেরে নিস্তার
ওরে হায়েনার দল,
আর কতকাল অমানুষ রবি
দেখাসনে বাহুবল।
বিচার চেয়েও পায়না বিচার
ধর্ষিতার পরিবার ,
সমাজ-ডাক্তার-উকিল যে নারীকে
ধর্ষিত করে বারংবার ।
সচেতন সবে করি প্রতিবাদ
করি এই আহ্বান ,
ওরে পিচাশ শিখে নে তোরা
নারীকে দিতে সম্মান ।