ভারতের তারুণ্যের কবি নওরোজ নিশাত এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “মানুষের পাশে ”

428
ভারতের তারুণ্যের কবি নওরোজ নিশাত

মানুষের পাশে ।

                         নওরোজ নিশাত ।

মানুষের সাথে মানুষের দূরত্ব দিন দিন উষ্ণতার মতো বৃদ্ধি পাচ্ছে ।
বদলে যাচ্ছে সম্পর্কের মাফকাঠি।
সংসারের মধ্যে ঢুকে পড়েছে বিরুপ জলবায়ু
কি করে আর বলি
আমরা ভালো আছি ?

স্নেহ ,মায়া ,ভালোবাসা যেন অস্ত যাওয়া সূর্য

ঢলে পড়ছে হৃদয়ের কোলে
কি করে বলি
ভালোবাসি তোমাদের ?

তুমি আর আমির মধ্যে
অবিশ্বাসের বিস্ময় সূচক চিহ্ন।

আমি ভালো নেই আমরা ভালো নেই
আমাদের ফিরিয়ে দাও
ভরসার হাত , আর বিশ্বাসের কাঁধ ।
ভালোবাসার প্রসন্ন প্রভাত ।
কবন্ধ কে কি আর মানুষ বলা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here