“সত্যকে করো অবলম্বন”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~~
আমিতো ছিলাম আমার জীবনে
সুখের চাদর বিছিয়ে,
সুখ টুকু আমার সহিলনা তোমার
নিলে তা ছিনিয়ে।
আমি তো ছিলাম সবাইকে নিয়ে
নিজের ভুবনে পরিপূর্ণ,
ঝড়ের বেগে কোথা থেকে এলে
করতে আমায় শুণ্য।
কতো ছলচাতুরী কতো অভিনয়ে
করেছিলে ভালবাসায় সিক্ত,
যাবার বেলায় সব কেড়ে নিয়ে
করলে আমায় রিক্ত।
কেন তুমি বারবার আসো আমার
উঠো নে মারাতে তোমার ছায়া?
তুমিতো জানো তোমাতে আমাতে
রয়েছে এখনও মায়া।
সুখ,সমৃদ্ধি,- সম্মান প্রতিপত্তি
তোমার পাদুকা করুক চুম্বন,
সমৃদ্ধি -সম্মানে পরিপূর্ণ হও
সত্যকে সদা করে অবলম্বন।।