তুমি আমার চাঁদনী রাত…….❤️
হাজেরা বেগম……………………☘️
~~~~~~~~~~~~~~~~~~~
আজ আর তোমার নামটি লিখবো না
আমার কবিতার শিরোনামে
হৃদয়ের মন্দিরে লিখে রেখেছি যে
ভালোবেসে যতন করে
নেই তুমি নেই-সত্যি কি নেই
কেমন করে ভাববো আজ
এই তো এখানেই-এই পাশে
জড়িয়ে ছিলে দু’হাত দিয়ে
পড়ে থাকা সব স্মৃতির পাহাড়ে
ঘুরে মন কেবল ই তোমারে খুঁজে
কৃষ্ণ চূড়ার নীচে-মনে কি পড়ে
আজও তোমার স্মৃতি কথা বলে
প্রথম দেখার না বুঝা সেই সুরে
কি যে ছিলো তোমাকে পাওয়াটা
আকুল আনন্দে ভরা এক স্বপ্নের
কবিতা-তুমি যেন ফোটা কুড়িটা
ভুলি নাই ভুলবো না কোনদিন
স্মৃতির পাতায় সেই চাঁদনী রাতে
তোমার আমার স্বপ্নভরা গল্পতে
প্রিয়তমা, জুলিয়েট হলে তুমি যে
আজ আর কবিতার শিরনামে নয়
হৃদয়ের পিন্জিরে রেখেছি বন্ধি করে
প্রিয়তমা,তুমিই আমার চাঁদনী রাত
তুমিই আমার জীবনের—
————সকল স্বাদ-আহ্লাদ—❤️
(… .. স্বপ্ন বিলাস)
অনেক ভালোবাসা শুভেচ্ছা সকল বন্ধুদের ও জনাব আশিকুর রহমান সাহেব কে-🌷
* তুমি আমার চাঁদনী রাত…….❤️ দৈনিক আলাপ এ এই লেখা/কবিতা প্রকাশিত করার জন্য। দৈনিক আলাপের সকল বন্ধুদের জন্য রইলো শুভ কামনা এবং প্রত্রিকার সার্বিক উন্নতি কামনা করি—🌹
শুভেচ্ছা অন্তে—হাজেরা বেগম☘️
09-08-2019/LA