শ্রাবণের সন্ধ্যা
–নীলিমা দাশগুপ্ত
——————
অঝোর ধারায় ঝরছে শ্রাবণের সন্ধ্যা।
আকাশ ডাকছে তাল মিলিয়ে,আমি বসে ভাবছি একান্তে।
স্মৃতি হাতড়াতে হাতড়াতে ভাবছি ফেলে আসা সেই দিনগুলির কথা।
স্মৃতি বিজড়িত মন চোখ ভেজা তাকিয়ে সূদূর আকাশ পানে।
মনের ক্ষরণ কালো পতাকা যেনো সারা আকাশ জড়িয়ে।
বৃষ্টি ভেজা চারিদিকে নীরবতা কেমন গ্রাস করছে শ্রাবণের সন্ধ্যাকে।
নিজের অজানা দিশায় মনে পড়ে হারিয়ে যাওয়া দিনের কথা।
কতো দিন দেখিনি তোমায়, মনের কোণে বড় সাধ জাগে একবার তোমাকে দেখি।
কতো দিন দেখিনি তোমায় একবার তোমাকে দেখি।
অশান্ত মন খুঁজে সারাক্ষণ শুধু একবার তোমায় দেখি এই শ্রাবণের সন্ধ্যায়।
একবার তোমাকে দেখি।