প্রতিভা সন্ধান কাব্য পরিষদ ১৫/০৮/১৯ ইং তারিখে সাহিত্যের আকাশে একজন নক্ষত্র কবি এবিএম সাহাব উদ্দিন এর কবিতা “`নক্ষত্র মুখ থুবড়ে পড়ে ”সেরাদের সেরা নির্বাচিত ।

463

নক্ষত্র মুখ থুবড়ে পড়ে

                                  এবিএম সাহাব উদ্দিন

কে ঐ দেয়াল ভাঙ্গে আকাশের!
বুলেট আর কামানের গোলায় নক্ষত্র মুখ থুবড়ে পড়ে,
গ্রহ হতে রক্তবারি ঝরে অনর্গল; তারাদের ঠিকানা বিচ্যুত
কেঁপে কেঁপে উঠে খোদার আরশ, কে এই শক্তিধর!
আগ্নেয়গিরির রক্তাক্ত লাভা গড়িয়ে যায় বাংলার মানচিত্র বেয়ে,
লাল সবুজের পতাকা শুধু লালে লাল,
লক্ষ লক্ষ মা বোনের রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত পূণঃপরাধীন স্বাধীন স্বদেশ।

আকাশ পাতাল অন্তরীক্ষ, কাল, মহাকাল
খান খান ভেঙ্গেপড়ে, গভীর শোকে মুহ্যমান ভূলোক দ্যুলোক।
কেবল বক্ষভেদী হাহাকার,
অন্যদিকে ঘাতক সভাসদে গড়ে উঠে জালিমের নুতন নিবাস,
সেনাপতি দূর্গে আবার মীর জাফর, সব শেষ!
তবে জেনে রাখিস, বিশ্বাসঘাতক নরাধম,
একদা পূণঃস্বাধীন স্বদেশে রচিত হবেই তোদের কবর,
অতঃপর জন্ম নেবে সমৃদ্ধ ঘাতকমুক্ত বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here