ভারত থেকে কলমযোদ্ধা-মুনমুন দেবের কবিতা“বিষদাঁত ”

326
মুনমুন দেবের কবিতা“বিষদাঁত ”

বিষদাঁত
মুনমুন দেব

সন্ধ্যের নিশ্বাস থেকে আরো একটু কলঙ্ক মেখে
দাঁড়িয়েছে ঠায় …
আঠালো ডানা উন্মোচিত এক ফালি ইচ্ছে
শুঁকে দিচ্ছে গত জন্মের ঘাম
একথোকা তারা নিঃসঙ্গ আলো গুঁজে
হারিয়ে গেছে খোপার ভেতর,
বিশ্বাসী-নখ আঁচড় কেটে গেছে গন্তব্যে
যাযাবর রাত পথ ভালোবাসে
নিখুঁত কালো জমিনে দুঃসাহসি একটি চোরকাঁটা
পাড় থেকে খসে গেছে দু একটা জোনাকি
আঁচলে লেখা, একটি জাতীয় মিথ্যা
‘ভালো আছি’…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here