সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি মধুমিতা নাথ এর কবিতা “ছৌ ”

678
ভারতের কবি মধুমিতা নাথ

    ছৌ
     —–

                মধুমিতা নাথ

পুরুলিয়া যাইনি কখনো
তবে ছৌ নাচ দেখেছি , বীরত্বের নাচ।
নিপুণ শিল্প ছোঁয়ায় রঙিন মুখাবয়বে চোখ আটকে গেলেই
তবে চোখে পড়ে মুখোশ কতটা ভাবলেশহীন ,
নৃত্য ভঙ্গিমা যেন ঠিক উল্টো।
পায়ের তাল , দেহের চকিত চলন আর ক্ষিপ্রতায় বীরের আস্ফালন শেষে
দেহের তুলনায় বড় মুখোশটা যখন সরে যায়
দেখি সাদামাটা এক আম জনতা ,
আমারই মতো
যার খিদে পায় , ধূমপানের ইচ্ছাও জাগে ,
পাশে চিৎ হয়ে মাটিতে পড়ে থাকে আকাশমুখো অভিব্যক্তিহীন রঙিন মুখোশ …
মুখোশ নাচে না ,
কেউ একজন মুখোশ লাগিয়ে নাচে,
বীরত্বের নাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here