“ জান্নাত ”কবিতাটি সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি লুবনা আখতার বানু।

491
সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি লুবনা আখতার বানু

জান্নাত

                -লুবনা আখতার বানু।

তোর আগমনের কথা যেদিন
জানলাম,
অনেক আদর করে তোর নাম
রাখলাম ‘জান্নাত’।
কল্পনায় অনেক সুন্দর ছবি
এঁকেছিলাম তোর-
স্বপ্নের আঁকা তুলিতে
পছন্দমত রঙ এ
সাজিয়েছিলাম সাদা
পাতাটা।
অনেক স্বপ্ন দেখেছিলাম
তোকে নিয়ে-
নিদ্রামগ্ন গভীর রজনীতে
স্বপ্নের সকালে,
তোর সাথে অনেকটা পথ
হেটেছিলাম।
কোলাহলপূর্ণ বিকেলে
সোসাইটির পার্কে,
কল্পনায় অনেক দোলনা
দুলেছি তোর সাথে-
পার্কের সবুজ ঘাসের উপর
অনেক ছুটেছি তোর
পেছনে।
তোর লাল বলটা যখন হাতে
নিতাম-
তখন তোর ছোট্ট ছোট্ট পায়ে
আমার কাছে আসা,
ভীষণ আনন্দ দিত আমাকে।
বিশ্বাস কর একবারও মনে
হতো না-
এইসবই আমার কল্পনা মাত্র!
যেন মনে হতো আমি এক
সুন্দর বাস্তবে বিদ‍্যমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here