“অসমাপ্ত হিসেব”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি ।। শিলু জামান ।।

410
কবি শিলু জামান ।।

।অসমাপ্ত হিসেব।।

                              ।। শিলু জামান ।।

কোন হিসেব চেওনা
চশমার পাওয়ারটা অনেক বেশী
খুব যন্ত্রণা হয় অক্ষর গুলো চিনতে
হিজিবিজি লেখাগুলো ঠিক সাজাতে পারি না,
শুধু মনের চোখে যতোটা খুঁজে পাই
সেটুকুই নিয়ে সন্তুষ্ট থেকো।

বয়সের পথটা অনেক লম্বা না হলেও
মনটাতে যে জীর্ণ পাতা পড়ে ফাঙ্গাস জন্মেছে
তাতে নিঃশ্বাসটা খুব ভারী হয়ে আছে
তবুও ইচ্ছে হয় জীবনের হিসেবটা
যদি তোমাকে দিতেই হয়
তবে বেদনা ভরা এই দুঃসময়ে নয়।

নিয়তি বড় অসহায়, কত যুগ থেকে যুগান্তর পার হয়
এরই মাঝে সুখ দুঃখের হিসেব কেন?
গন্তব্যে পৌঁছানোর আগেতো হিসেব হয়না !
তবে কি মাঝপথে হাত ছেড়ে দিতে চাও?
দূরত্বটা কি খুব বেশী চেয়েছিলে?
তবে কেনই বা এতোটা পথ এলে?

আজ মনে হয় পূর্ণিমা আসবেনা আকাশে,
ছায়াঘেরা মেঘটা ঢেকে রেখেছে রদ্দুরকে,
উষ্ণতা আছে কি বা নেই
খুব ইচ্ছে হয় ছুঁয়ে দেখি
মনের আকুতি বারবার ফিরে আনে
ক্রন্দনরত হৃদয় থেকে।

আমি শুন্যের ঘরে বসবাস করে
পেতে চাই পুর্নতার সবটুকু
তা কি হয় বলো ?
আমার বর্ণমালারা অপেক্ষা করছে
একটা ফাঁকা ডায়রী, যার প্রতিটা পাতায় থাকবে
আমার সঞ্চায়িত কবিতাগুলো ।

কি করে হিসেব দেবো তোমায়
শেষটুকুর আশ্রয় না পেয়ে,
তবে যে অসমাপ্ত জীবনে
সমাপ্তির সমাধি হবে মধ্যে পথের
কোন এক সাঁকোহীন বাঁকে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here