“অভিমানী পিছুটান”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।

462
প্রতিভাধর কবি আমেরিকার আটলান্টা থেকে জবা চৌধুরী।

অভিমানী পিছুটান

                              ©জবা চৌধুরী
                                 ~~~~~~~~~~~

অভিমান করা আমায় সাজে না —
বুকজুড়ে ভরা ভাঙচুর,
এলে কি না, গেলে –কী বা যায় আসে
প্রেম-ভালোবাসা থাক দূর ।

ভোর সেজেছিলো মেঘলা চাদরে
পাশেতে দাঁড়িয়ে আমি,
সোনালী রোদের অনামী বিরহ
কৌলিন্যের দামে দামি ।

দিগন্ত-পাড়ের স্বপ্নেরা রঙিন
বর্ণিল আবেগে আঁকা,
একাকিত্ব আমার হারানো ছন্দের
নির্ভীক রাতের রাকা ।

‘তুমিই সব’– বলিনি কখনও
ফেরারি মনের মান,
হারাক, ফেরাক, অকুলে মেলাক
অভিমানী পিছুটান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here