চোখ
সুতপা দাস
*****************
জোড়া ভ্রুর নীচে চোখ দুটো বেশ খাসা,
তাতে আছে যে অনেক,না বলা ভাষা!
ধরিয়েছে আমায় মাতাল সম নেশা,
দেখেছি আমি ,সেই চোখেতে গভীর ভালবাসা।
সে চোখের তাঁরায়, ফোটে অনেক আশা,
চোখ যে তোমার মনের আয়না,
তাই তো করি এতো ভরসা।
হাজার চোখের ভিরেও খুঁজি তোমার চোখ,
তোমার চোখেই পাই যেন গো আকাশ ভরা সুখ!
হঠাৎ রেগে আগুন চোখে তাকাও যখন,
এ কেমন চাহুনি ,ভেবে মন হয় আঁকুল তখন!
চোখের জলে ভাসি যখন হয়ে অভিমানী,
চোখের পরে খেয়ে চুম্বন, আদর করো তুমি!
গভীর রাতে চোখ তোমার দুষ্টুমিতে ভরে,
মনের কথা ,চোখে তোমার স্পষ্ট ধরা পড়ে!
তখন ঐ চোখের লীলায় আনন্দেতে ভাসি
আজও তোমার চোখকে আমি—
অধিক ভালোবাসি।।