ভারতের তারুণ্যের কবি – লুবনা আখতার বানু এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “আঁকি তোকে”

591
ভারতের তারুণ্যের কবি - লুবনা আখতার বানু এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা "আঁকি তোকে"

আঁকি তোকে

  – লুবনা আখতার বানু

 

কল্পনার তুলিতে আঁকি তোকে
নানা রঙে,
আঁকি তোকে প্রভাতের ঐ
স্নিগ্ধ সমীরণে নানা ঢঙে-
আঁকি তোকে শিশির বিন্দুর
প্রতিটি ফোটার মাথায়,
আঁকি তোকে বৃক্ষের সবুজ
কঁচি ঐ পাতায়।
আঁকি তোকে শান্ত গতিতে
বয়ে চলা ঐ কল্লোলিনীর
তোয়ে-
আঁকি তোকে ঝড়ে পড়া ঐ
অভ্রপুষ্পের প্রতিটি
ফোটায়।
আঁকি তোকে প্রবাহিত ঐ
ঝড়নার গায়ে,
আঁকি তোকে বিকেলের ঐ
সুন্দর প্রকৃতির পায়ে।
আঁকি তোকে জ্বলজ্বল করা
ঋক্ষদের গায়ে-
জ‍্যোৎস্নারাতে আঁকি তোকে
অমৃতদীধিতির রূপালী
গায়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here