মানবী
– জাকির মুন্সী
ইচ্ছে হয় আড়ালে গিয়ে বলি।
আমার চোখে দেখা
এই উপগ্রহের সুন্দরতম মানবী তুমি।
ইচ্ছে হয় চুপিচুপি বলি।
তোমাকে দেখার পরে
আমাকে কাছে টেনে নিতে
পারেনি আর কোন মানবী।
মন চায় বলতে তোমাকে,
তোমার কচি অঙ্গের সৌন্দর্যের ভার
আমাকে বিমোহিত করে তুলেছে।
মন চায় বলতে তোমাকে,
তোমার রুপের গুণকীর্তন
আমাকে মাতাল করে
ঘর-সংসার হারা করে দিয়েছে।
ইচ্ছে জাগে তোমার
হাতে হাত রেখে বলতে,
তোমার মিষ্টি ঘ্রাণের মতো
সুগন্ধি কোন ফুল
আজো ফোটেনি পৃথিবীর পরে।
তোমার চন্দ্র আঁখি বিঁধেছে আমায়।
তোমার হরিণ চোখের মতো
একটা তারাও নেই
আকাশের গায় ।