প্রতিক্ষার প্রহর
সাহানুকা হাসান শিখা
এক আকাশ ভালোবাসা দিলাম,
পেলাম এক সাগর কষ্ট।
ঢেউয়ের তোড়ে সব হারিয়ে,
জীবন হলো নষ্ট।
লোকে বলে সাহসে নাকি লক্ষী,
চারিপাশে ঘিরে আছে কতো দেহরক্ষী।
ভীতু হয়ে জন্মেনি মানুষ,
সদা ছিলো তার বুকে সাহস।
মানুষই তাকে দেখায় ভয়,
ক্রমেই হয় তার অবক্ষয়।
সোনার শিকলে করে বন্দি,
নীরবে আঁটে নানা ফন্দি।
শিয়রে সোনা রূপারকাঠি,
মুখের কাছে বিষের বাটি।
স্বার্থের সাথে করে নেয় সন্ধি,
হয়ে উঠে এক বিরাট প্রতিদ্বন্দ্বী।