আবরার ফাহাদ
— শেখ শফিকুল ইসলাম
শত বছরের লালিত স্বপ্ন বুকে নিয়ে,
যে বীজ রোপিত হয়েছিল এই বাংলার মাটিতে।
যার ছায়াতলে লক্ষকোটি মানুষ-
আশ্রয় পাবে বলে সেদিন অঙ্কুরিত হয়েছিল।
মা বাবার অপার স্নেহ মায়া মমতায়
আর ভালবাসায় যার শুধুই বেড়ে উঠা নয়।
অসীম আকাশের তারা হয়ে যে ছেলেটি জ্বলে উঠেছিল।
কতিপয় নেকড়ে শাবকের শিকারে পরিনত হলো সে,
দেশ মাতৃকার প্রতি অকৃত্রিম ভালবাসার
নাম তার আবরার, তাকে স্মরি বারবার।
লেখক ,কবি — শেখ শফিকুল ইসলাম ।