“জমাট কষ্ট ভাঙে ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- নাসিমা খান

362
“জমাট কষ্ট ভাঙে ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- নাসিমা খান

জমাট কষ্ট ভাঙে

           ——নাসিমা খান।।

জমাট কষ্ট ভাঙে বুকের কাঠামো গুলো
বসে আছি অপেক্ষায় ক্লান্ত চোখে
তার বুক জুড়ে বুলডোজার ছুটতে দেখেছি
নিরুপায় মানুষ আমি! আগাগোড়া শুধুই অনাম!
জমাট রক্তের মতো কঠিন রক্তপ্রবাল
দূর থেকে দেখি তাকে!দেখি তার নির্ঘুম রাত!
নিস্তব্ধ রাত বেদনায় বিছিয়ে রয়েছে মৃত্যুর সাথে!

তার বুকের পাঁজরের হাড় ভাঙছে রাত কাঁপিয়ে
তার শূন্যতা ছুঁয়ে আছে ভূতুমের চোখে
থেকে থেকে চেয়ে দেখে জানালা আঁধার
বুকের দীর্ঘশ্বাস প্রবাহিত হতে থাকে রক্তের মতো
রাত্রির বুক চিরে আর্তনাদ বাজে আকাশের গায়
ছুটে যায় উল্কা পিণ্ড ভগ্ন হৃদয় নিয়ে!
লাল রক্তের মতো জমাট বেদনার রাত!

হায়রে গভীর রাত! হায়রে নির্মম নির্বাসন!
বোঝে না সে কষ্ট আমারও বুকে পাথরের মতো
দুইহাঁটুর ভাজে সকরুণ কাহিনী লুকাই নীরবে
ভিজে যায় মৃত্তিকার ঘাস কালো রঙের মাঠ
দূর থেকে দেখি নির্বাক অর্থহীন দৃষ্টি মেলে!
তারও ধূসর চোখে আকুল আর্তনাদ!

তার বুক ভেঙে রক্তের ঢেউ ওঠে
ছটফটিয়ে রাত্রির শিকল ভাঙে নোনা জলের দামে
আমি আবছায়া আঁধার আঁকড়ে ধরি বুকের খাঁজে
তার পাশে যেতে মানা আছে! আমি নিরুপায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here