“নারীর জাগরণ”
-শেখ মো.মজিদ বিন মোর্তুজা।
জাগো হে নারী জাগো!খোলো তব আঁখি-পাল।
এসেছে সময় বর্বরতা নিপাতের-
পৌরুষের দগ্ধ শাসনে আর বদ্ধ রহিবে কতকাল?
জাগো হে নারী জাগো!উড়াও বিজয়ের জয় নিশান।
বিশ্ব লুটেছে চরণে তোমার-
পৌরুষের বাঁধা-বিপত্তির ঘোরে-তুচ্ছ নহে তব মান!
জাগো হে নারী জাগো!থেকো না আর আঁখি মুদিয়া।
কেন মিছে মিছে হচ্ছো ম্লান?
নষ্ট পৌরুষের শুদ্ধতা জপে জপে বদ্ধ প্রাচীরে থাকিয়া!
জাগো হে নারী জাগো!করুণার অশ্রুজল মুছে জাগো।
পরাধীনতার শিকল ভেদিয়া হাসো-
সমবেত কণ্ঠে গাও সবে গান,মুক্তির কল্যাণে জাগো..।
জাগো হে নারী জাগো!এসো গাই আজ মুক্তির গান!
লাঞ্ছনা গঞ্জনা নয় খ্যাতিরালংকার-
সময় এসেছে বাঁচতে শেখার,পৃথিবীকে দিয়ে হুংকার।
কাব্যগ্রন্থ-মিনুর মিনতি-তাং=১৮-০৩-২০১৭-ইং।