সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পরিবেশ-পরিস্থিতি। মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনেও পড়ছে তার প্রভাব আর এর ফলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতার। এ অবস্থা থেকে বেরিয়ে আসার আকুতি প্রকাশ পেয়েছে আমার এই কবিতায়।“বিষন্ন শতাব্দীর পঙক্তিমালা”কবিতাটি লিখেছেন কবি জেসমিন জাহান

492
কবি জেসমিন জাহান

বিষন্ন শতাব্দীর পঙক্তিমালা

                                 জেসমিন জাহান

কোনো কিছুতেই যেনো আর কিছুই
যায় আসে না এখন আমার।
এই অবরুদ্ধ জীবন যেনো থমকে গেছে
ঘড়ির কাঁটার একটা নির্দিষ্ট ঘরে এসে।
সময় চলে যাচ্ছে সময়ের মতো আর
আমি? কার অদৃশ্য ইশারায় ছুটে চলেছি
কেউ যেনো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে।
অনিচ্ছা সত্ত্বেও সেই ছায়াময়ীর পথে
আমার দৃষ্টি চুম্বকের মত টানছে ।
আকাশে হলদে রঙের চাঁদের আলো নাকি
ফিনিক ফোঁটা জোছনায় তারার আঁচল,
নাকি ছেয়ে আছে গাঢ় আঁধার চারিদিকে,
এই ঘোর লাগা চোখে কিছুই দেখি না;
দেখতে চাইও না বোধহয়।
সর্পিল রাজপথ অবরোধ করে প্রবঞ্চক
তীব্র বেগে ছুটে আসে বিক্ষোভের ফণা।
সন্দিগ্ধ বণিতা নাকি বনোয়ারি
কে ঐ আবছায়ায়? কী ভীষণ ভয়ানক
বিচলিত ভবিষ্যৎ ! দিন গুনছে অবসন্ন রাত,
আসবে কী মহামনস্বী সারথী আমার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here