বিষন্ন শতাব্দীর পঙক্তিমালা
জেসমিন জাহান
কোনো কিছুতেই যেনো আর কিছুই
যায় আসে না এখন আমার।
এই অবরুদ্ধ জীবন যেনো থমকে গেছে
ঘড়ির কাঁটার একটা নির্দিষ্ট ঘরে এসে।
সময় চলে যাচ্ছে সময়ের মতো আর
আমি? কার অদৃশ্য ইশারায় ছুটে চলেছি
কেউ যেনো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে।
অনিচ্ছা সত্ত্বেও সেই ছায়াময়ীর পথে
আমার দৃষ্টি চুম্বকের মত টানছে ।
আকাশে হলদে রঙের চাঁদের আলো নাকি
ফিনিক ফোঁটা জোছনায় তারার আঁচল,
নাকি ছেয়ে আছে গাঢ় আঁধার চারিদিকে,
এই ঘোর লাগা চোখে কিছুই দেখি না;
দেখতে চাইও না বোধহয়।
সর্পিল রাজপথ অবরোধ করে প্রবঞ্চক
তীব্র বেগে ছুটে আসে বিক্ষোভের ফণা।
সন্দিগ্ধ বণিতা নাকি বনোয়ারি
কে ঐ আবছায়ায়? কী ভীষণ ভয়ানক
বিচলিত ভবিষ্যৎ ! দিন গুনছে অবসন্ন রাত,
আসবে কী মহামনস্বী সারথী আমার!