অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর লিখা কবিতা “ওকে চেতিয়ে দাও ”

417
কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর লিখা কবিতা “ওকে চেতিয়ে দাও ”
জাগরুক কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী

ওকে চেতিয়ে দাও

                 সৈয়দা কামরুন্নাহার শিল্পী

চেতিয়ে দাও ওকে
দেখবে একদিন সব মিথ্যে হয়ে যাবে।
রেললাইনে বহমান সমান্তরাল দুটি পাত যেমনি ঠিক তুমিও সে তেমনি!
হাতে হাত গায়ে গা
চোখে চোখ রেখে চলে যায় দিন মাস বছর তোমার।
তুমি ঘরের মানুষ তোমাকে আরশোলা টিকটিকি কখনো বলবো না!
তুমি ধৈর্যের সীমাহীন পাহাড় তোমার মাঝে ওরা
জুম চাষ করবে, গর্ববোধ করবে।
তোমাকে উর্বরা করে ফসল জন্মাতে না পারলে
তিরস্কার করবে।
বেলা শেষে একদিন বলবে চরম স্বার্থপরের মত
কি দিয়েছো আমায়–?
তর্জনী তুলে বলবে এখানে তোমার বলে কিছু নেই।
যা আছে সব আমার ইত্যাদি অন্য অনেক কিছু।
শুধু চেতিয়ে দাও! মিছেমিছি অন্তত একবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here