স্বপ্ন
শিরিন আফরোজ
আকাশ পানে চেয়ে চেয়ে স্বপ্ন আমার যতো
পাখা থাকলে উড়ে বেড়াতাম পাখির মতো
স্বপ্ন দেখি থাকতাম যদি, মেঘের দেশে,
লুকোচুরি তে মিশে থাকতাম মেঘের বেশে।
লুকিয়ে লুকিয়ে যেতাম আমি চাঁদ, তাঁরার দেশে,
গল্পে শুনা চাঁদের বুড়ী কি করে,
দেখতাম নিমিষে।
স্বপ্ন আমার তাঁরা হয়ে আকাশ পানে রবো,
পূর্নিমার আলোয় জ্বলজ্বলিয়ে আলো ছড়াবো।
লাল পরী,নীল পরী, আসবে সাথী হতে,
বন্ধু হয়ে ঘুরে বেড়াবো পরী দের সাথে।
ইচ্ছে হলে ফিরে আসবো, আপন ভূবনে,
সুখের নেশায় বাঁচবো আমি
স্বপ্ন আমার মনে।