জীবনধারা কালের পরিক্রমায় কবি-সৈয়দা কামরুন্নাহার শিল্পী লিখেছেন কবিতা “ছলনাময়ী”

684
কবি- সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “রহস্য ”
কবি - সৈয়দা কামরুন্নাহার শিল্পী

ছলনাময়ী

               সৈয়দা কামরুন্নাহার শিল্পী

একদিন জীবনে সব ছিল
পাওয়া না পাওয়ার হিসেব ছিলনা।
শান্তি ছিল অনাবিল
ভালোবাসা ছিল অনন্ত।

সেই ভালোবাসার ঘরে
প্রবেশ করল অশান্তির
কালো ছোবল।
তার লোভ হিংসা
স্বার্থপরতা আর মিথ্যে
দিয়ে শুরু করলো আমার
এ ভালোবাসার পৃথিবীর
মাটির মমতার ঘরে।

ক্ষত-বিক্ষত করলো
মিথ্যা অজুহাতে আমার
সাজানো গোছানো
বাগানে উঁইপোকার
চেয়েও সে এক
শক্তিশালী ভয়ংকর চতুর
পোকা!

সে আমার
ভালোবাসাকে হরণ
করতে থাকলো তিলে
তিলে।
আমার বুক থেকে কেড়ে
নিল আমার ভালোবাসা।

মিথ্যেয় জর্জরিত হতে
থাকলো
দিনে দিনে আমার হৃদয়।
ভাঙতে থাকলো
আমার ভালোবাসার
মাটির ঘর।

তারপর একে একে
চতুর্দিক থেকে গ্রাস
করতে থাকলো
আমার বিশ্বাস আর
ভালবাসা কে।

সে আর কেউ নয়!
কোন এক নারী, আমিও
নারী।
একটি নারী অন্য একটি
নারীর বড় শত্রু।
যা বড়ই ভয়ঙ্কর
পৃথিবীতে!

যত ঘটনা যত অঘটন
তার পিছনে কোন এক
নারীর অবদান।

যে নারী
ছলনা মায়া করে
ভালোবাসার নামে,
আত্মহত্যার হুমকি দিতে
পারে যখন তখন!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here