আশা
নওরোজ নিশাত
আমাকে যে বরাবর আগলে রাখে
আর খাদের কিনারা থেকে ফিরিয়ে আনে এক ঝটকায়
সে আমার সততা।
এখনো সস্তা হইনি বৈরীর বাজারে ।
যে সারল্য মাখা চোখে চাঁদ ডাকে আয়
নদী টলোমলো পায়ে ছুটে যায়
চালতা ফুলের ভাঁজে
বুলবুলের ছোটাছুটি
তাদের কাছে পরাজিত হতে চাই বারবার।
এই সরলতার আর সারল্য
ভরা জীবন দেখছিলাম
সোনার বাংলার পাড়াগাঁয়।
সেখানে সুখের হাত বসে
ভাঙা আঙিনায়
ফেরিওয়ালা হাঁক দিতে দিতে যায়
ভালোবাসা নেবে ভাই।
খুব ইচ্ছে করে চলে যাই
ওদের কাছে
শিখে আসি কষ্ট ভোলার মন্ত্রটা ।