যাক না কেটে সকল বিষাদ
জেসমিন জাহান
নামছে আঁধার কদম শাখে
গোধূলি রঙ নদীর বাঁকে
ফেলছে ধীরে আলোর পাখি
কল্পলোকের ছায়া
অশত্থ তার ঝুরির ফাঁকে
একটা ভোরের স্বপ্ন আঁকে
রাতের শিশির বাড়ায় দু’হাত
জড়িয়ে আবেশ মায়া।
সন্ধ্যাতারা জ্বালিয়ে দিলাম
জোছনা ঝরা চাঁদ পাঠালাম
ঘুমের দেশে যাও চলে যাও
সুদূর পথের যাত্রী
আকাশ সমান রঙ বিলাতে
উঁকি দিয়ে যাক না প্রাতে
স্বপ্ন ঘেরা মায়ায় কাটুক
অন্ধকার এ রাত্রি।
যাক না কেটে সব অবসাদ
ভুলিয়ে দিয়ে সকল বিষাদ
কপোত মেলুক ডানা
আঁধার কেটে সকাল আসুক
আলোর বন্যা প্রাণে ভাসুক
করবে না কেউ মানা
জীবন বোধের এক অপূর্ব নিদর্শন, প্রকৃতি প্রেমের এক নিখাদ সৃজন। শুভ কামনা রইলো সম্মানিত গুণী সাহিত্যজন। 🌼💐🌷💕🌼🌷💐💕🌼