আমার বাংলা।
লুবনা আখতার বানু।
অরুণোদয়কালে মৃদু গন্ধবহে,
মাধবীলতাদের নাচন-
গৃহের এক কোনে,
সুপারি গাছকে আকড়ে-
পান গাছের বেড়ে ওঠা।
মেঠো পথ থেকে আগত,
সাইকেলের বেলের
আওয়াজ।
পাড়ার কাকীমার আদরেও,
কিছুটা মায়ের স্নেহের গন্ধ।
গন্ধবহে পিঠে ভাজার গন্ধ-
উঠোনে বসে সব্জী কাটার
পালা।
একা দাড়িয়ে থাকা তাল
গাছটায়,
ঝুলন্ত বাবুই পাখির বাসা।
অন্ধিকার অন্ধকে সেই বাসা
জোনাকিতে আলোকিত!
অন্ধিকার ঘন অন্ধকে ঝি ঝি
পোকার ডাক।
অমৃততরঙ্গিণী অন্ধিকায় মৃদু
গন্ধবহে,
নদীর শান্ত গতিতে বয়ে চলা-
মাঝিদের নৌকো বাওয়া।
স্যাতস্যাতে উঠোনের নড়বড়ে
বেড়ার ওপারে,
গভীর অন্ধকে শেয়ালের
ডাক।