“ শান্ত জলধারা”
সাহানুকা হাসান শিখা।
কখন যেনো পালিয়ে গেছে নয়নাভিরাম চেহারা।
ইচ্ছে করেই করিনি পিছু ধাওয়া,দেইনি কড়া পাহারা।
ভাবি থাকবো যত দূরে, পড়বে না মন ঝরে,
দূর থেকে দূরান্তরে, থাকবো আমি চুপিসারে।
হঠাৎ যদি এসে যাই কাছে,
কত কিছুই লোকে বলবে পাছে।
না পাওয়ার হাজারও জ্বালা,
শুরু হবে কেবল কষ্টের পালা।
অকারণে আর হবে না মন কাড়া,
আমি এবার দেখছি সেই শান্ত জলধারা।