সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন প্রতিভাধর কবি __হোসনেয়ারা বেগম এর কবিতা “শ্মশানের শহর ”

1010
সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন প্রতিভাধর কবি __হোসনেয়ারা বেগম এর কবিতা “শ্মশানের শহর ”
কবি __হোসনেয়ারা বেগম

শ্মশানের শহর 

         হোসনেয়ারা বেগম

এ বসন্তে শহরের বাতাসে
এ কেমন পোড়া পোড়া গন্ধ!
এখন তো সময়টা পোড়ার

কিছু না কিছু পুড়বেই ধরে নিয়েছিলাম
পুড়বে কিছু কিছু বন অথবা সবুজ তরুমন।
নাহয় অশোকের আগুনে পুড়বে কিছু
পরন্ত বিকেল
পুড়ে পুড়ে ছাই হবে সহস্র অভিযোগ
নাবলা অভিমান।
পলাশ যদি ডাকে পথে পথে
জানি নিঃশব্দে পুড়ে যাবে
কিছু বিরহ কিছু প্রতিক্ষার প্রহর।
ফাগুনের আগুন যখন জ্বলে
স্থলে জলে কিংবা অন্তরীক্ষে
জানি পুড়ে পুড়ে খাক হয়
সব ক্রোধ প্রতিশোধ আর পুরোনো বিরোধ।
পুড়ে পুড়ে সমর্পণে শুদ্ধ হবে প্রেয়সীর ঠোঁট।
অথচ কিছুই তো পুড়েনি এসব
পুড়েছে কেবল কিছু কিছু মানুষের
স্বপ্নে বিভোর চোখ
পুড়ে পুড়ে সর্বাঙ্গ অঙ্গার
এ কেমন শ্মশানের শহর?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here