কবি—উইলসন মজুমদার এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “বিজয় বেদনা ”

416
কবি—উইলসন মজুমদার

বিজয় বেদনা

              উইলসন মজুমদার

(শেষ পাতার কবিতা গ্রুপে বিজয় দিবস এর প্রতিযোগিতায় সেরা কবি উইলসন মজুমদার )

মোরা বিজয়ের কথা বলি
গাহি বিজয় গাঁথা গান,
বিজয়কে ধারণ করি মোরা
দিয়ে অন্তর মন প্রাণ।
শত শহীদের রক্ত দিয়ে
আঁকা এই বিজয়ের নাম,
দেই মোরা তখনই দাম
যখন বছর ঘুরে আসে,
সেই ঐতিহাসিক ক্ষণ।
বছরের এই একটি দিনে
সকল শ্রদ্ধা জাগে মনে,
বাকী দিন গুলো পরে থাকে
লালসার তীব্র আকুলে-
দূর্নীতির কড়াল গ্রাসে।
বিজয় তুমি এসে ছিলে
মুক্তি দিতে পরাধীনতার তরে
মুক্তি মেলেনি আজও মোদের
দুঃস্বপ্ন ভরা দূর্নীতির আদরে।
বাংলা মায়ের সবুজ বুকে
লাল রক্তের রক্তিমতায় এঁকেছিলে-
যে মানচিত্র লাল সবুজের ধারায়,
সেই পতাকার তলে আজ-
শত শহীদের কথা ভুলে লুটে যাই,
বাংলা মায়ের অর্জিত সম্ভ্রম।
শুধু এই একটি দিনেই মনে পড়ে
মাগো তোমায় মেকি শ্রদ্ধায় আর
ভালোবাসায় বিনম্র খেয়ালে,
বাকী দিন গুলো’তে ভুলে তোমায়
হারিয়ে যাই দূর্নীতির স্বার্থ প্রভায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here