অশুদ্ধ আত্মার উল্লাস
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
হাজারে হাজার লাখে লাখ কোটি কোটি
মানুষের বেশে দেখছি নষ্ট লোকের মিছিল
মানুষ মিলছে না সহজে কোথাও
কাজে কর্মে দেখছি প্রতারক দস্যুদের আড্ডা।
ইচ্ছে মত প্রচার পাচ্ছে অন্ধদের ধর্মান্ধ বুলি
আশে পাশে ভরা দজ্জাল দাজ্জালীদের
সাজানো বেশ্যা ভণ্ডদের যৌন উল্লাস।
পাইনা খুঁজে গাছের ছায়ায় সঠিক মানুষ
বসেনা কোন বটের তলায় ভাবুকের আসর
দেখিনা কোথাও সূফীদের বাউল মিছিল
শুনতে পাইনা ফকির মজনু শা’র উত্তর সূরীর হুংকার।
ঘুমিয়ে গেছে যাত্রা থিয়েটারের গাঁ ঘেষা উৎসব
ঐতিহাসিক বাদশা উজিরের কথোপকথন
এখন আর কেউ মুখে মুখে বলেনা।
হাঁট বাজার মিল কারখানাতে ঐ একই দশা
পাইনা অফিস আদালতে দো’পাইয়ার মনের সুস্থতা
পাইনা হোটেল রেস্তোরায় ভাল মানুষের ভীড়
পাইনা খাঁটি মানুষের গায়ের অকৃত্রিম গন্ধ।
যত্ত সব ইতরের দল, চারপাশে ঠকবাজি
আমি হাঁপিয়ে উঠছি অহরহ নিঃশ্বাসে বিশ্বাসে
ওদের মেধা মনন ধ্বংসের অশুদ্ধ আস্ফালন দেখে
ওদের মুখে দেখিনা শুদ্ধ হাসির ফোঁয়ারা,
মিথ্যুকদের আস্তানা আখড়ায় ভরে গেছে পৃথিবী
তাই এখন ঘরে বাইরে কোথাও আর শান্তি পাইনা।