কবি- সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “রহস্য ”

504
কবি- সৈয়দা কামরুন্নাহার শিল্পী এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “রহস্য ”
কবি - সৈয়দা কামরুন্নাহার শিল্পী

রহস্য

        সৈয়দা কামরুন্নাহার শিল্পী

রহস্য চিরকালই রহস্য
রাতের অন্ধকারে যেমন
শয়তানের আবির্ভাব।

মানুষগুলো যেমন
দিকভ্রষ্ট হয় সামান্যতম
লোভে ঠিক তেমনটি-

রহস্যের অন্ধকারে তেমনি
একটু ভালোবাসার ও মৃত্যু
হতে পারে ।

যেমন দলবদলের খেলায়
কোন এক দলপতিকে
সরে পড়তে হয়
মৃত্যুরহস্যের মতো দলের
পতনে।

খবরের কাগজের ভাঁজে
ভাঁজে যেমন আতঙ্ক
ছড়িয়ে থাকে কখনো
কখনো।

নিষ্ঠুরতা জেগে ওঠে মৃত্যু
সম্পর্কিয় হয়তো আমিও
তখন শোকাহত-

নিষ্ঠুরতার প্রতীক মৃত্যুর
রহস্য অন্ধকার হতে বের
করতে।

ঠিক তখনি শতাব্দীর
পাণ্ডুলিপি তুমি হাতে করে
এসে দাঁড়ালে।

আমার সম্মুখে
সিগারেটের শেষ
অংশটায় সুখ টানে
আগুনের কুন্ডলী
উড়াতে উড়াতে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here