দ্বিতীয় পুরুষ
শঙ্কর ঘোষ
|| দ্বিতীয় পুরুষ ||
এইভাবেই কোনোও শীতের রাতে
নিঃস্তব্ধ কবিতায় প্রাণ জেগে ওঠে ,
সপ্তমীর চাঁদ একাকী আকাশে – নিরুত্তর |
এইভাবেই নারীর হৃদয়ে প্রেম নেমে আসে |
কিছু নীলাভ প্রজাপতি
পাথরের খাঁজে ,
আনাচে-কানাচে ,
অনন্ত ঘুমে ক্লান্ত |
কিছু জনহীন পথ
প্রাচীন লিপির বুকে ,
প্রেমের আয়ুষ্কাল গোনায় ব্যস্ত |
এইভাবেই বিষন্ন হয় সে পুরুষ
হলুদ ঘাসের ফাঁকে ,
আগুন গোধূলির ডাকে ,
এইরকমই কোনোও এক শীতের রাতে |
যেভাবে প্রেম নেমে আসে সপ্তমী চাঁদের ঘরে |
এইভাবেই কেটে যায় ঢের দিন – ঢের রাত ,
নিরাসক্ত অন্ধকারে কিছু জোনাকির
প্রসব বেদনা জাগে |
এভাবেই কিছু অর্ধ-মৃত বেদনা
আমাদের আচ্ছন্ন করে রাখে ,
………….প্রায়ই |
যখন কোনোও শীতের রাতে
নিঃস্তব্ধ কবিতায় প্রাণ জেগে ওঠে ||