ভাবনা
নাসরিন জাহান মাধুরী
এইখানে ছিলো সমুদ্র, ছিলো ঢেউ
জোয়ার ভাটার টান ছিলো–
গাংচিল, সাম্পান, সফেন ঢেউয়ের চূড়ায়
রোদেলা মুকুট ছিলো–
সমুদ্র প্রখর সূর্যরথে অদৃশ্য–
কিছু স্মৃতি চিহ্ন বলে দেয় কখনো
এখানে সমুদ্র ছিলো–
গাংচিলের ফসিল,
ভাঙা সাম্পানের টুকরোগুলো
জানান দেয় কেউ ছিলো
কেউ এসেছিলো–
সমুদ্র এখন অরন্যে বিবর্তিত–
সঘন গহন অরণ্য–
বৃক্ষশাখার উর্ধ সম্প্ররারণ আলোর পানে
মর্মরধ্বনি শুকনো পাতায় কারো পদধ্বনি —
কেউ এসেছিলো–
সমুদ্র এখানে লোকারণ্যে বিবর্তিত–
নানা রংয়ের মানুষ–
ভেসে আসে অনেক চেনা এক কণ্ঠ–
কেউ এসেছিলো কি কেউ?