বিশেষ প্রতিনিধি:২০১৯ এর একুশ গ্রন্থমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ “মনপৌরের প্রহর” এবারেও থাকছে ২০২০ এর একুশে গ্রন্থমেলায়। কাব্যগ্রন্থটি সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি নাসরিন জাহান মাধুরী । মন এর ভেতর একটা জায়গা যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুভূতি আসে আর সেটার প্রকাশ “মনপৌরের প্রহর ”
বইটি থাকবে কলম প্রকাশনী স্টলে। স্টল নং ৫৫২🌹
কবি নাসরিন জাহান মাধুরী বলেন , আমার আম্মার ঐকান্তিক ইচ্ছা আমাকে উদ্ভুদ্ধ করে বই প্রকাশের জন্য।
শৈশবের অনেক স্মৃতিই আমায় তাড়িত করে। এতো সুন্দর শৈশব আমি খুব মিস করি, যেখানে আর ফেরা হয় না।
নতুন প্রজন্মের কাছে অনেক আশা। আমার দৃষ্টিতে এ প্রজন্মের রয়েছে প্রখর বুদ্ধিমত্তা। ওরা ওদের বুদ্ধিমত্তা সৃজনশীলতায় শাণিত করে গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ। তাদের তাই সঠিক পথনির্দেশনা দেয়ার দায়িত্ব আমাদের।