মধ্যরাতের চন্দ্রমুখীর গল্প
–— উৎপল বাগ
আটই ফেব্রুয়ারি মধ্যরাতে বারোটার ঘন্টা পরলো যখন ঢংঢঙিয়ে
মেসেঞ্জারে টুঙটুঙ শব্দে বইয়ের পৃষ্ঠা থেকে চোখ তুলে দেখি
চন্দ্রমুখীর ম্যাসেজ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই
বলুন বলতেই উত্তর এলো সাহিত্যের প্রতি আপনার আগ্রহ প্রচুর —
কবিতা লেখা আমার পেশা নয় লোকসংস্কৃতি ভালোবাসি।
উত্তর প্রত্যুত্তরে জানালো যত লিটিল ম্যাগাজিন আছে
সংগ্রহ করে দিতে হবে আমায় তাহলে লেখা শেখাতে পারি।
সারারাত রাজ্যের লিটিল ম্যাগাজিন সংগ্রহ করা সম্ভব নয় বলে জানাতেই
আপনার দ্বারা হবে না কিছু , আমায় নিয়ে কী করতে চান আপনি —
তাই ? শুভরাত্রি জানিয়ে নেট বন্ধ করে দিলুম।
পরদিন সকালে সুপ্রভাত জানিয়ে কবিতা দেখেছেন ?
না দেখা হয়নি সময়ের অভাবে ,
আমার পেজে আছে দেখে নিন কবিতা লেখা কাকে বলে।
অনেক আগের অব্যয় কাব্যের উপমা জড়িত অশ্লীল কিছু শব্দ
চকোলেট ডের কবিতায় তুলেছে প্রতিধ্বনি।
চন্দ্রমুখীর মধ্যরাত্রির পলকা পোশাকের চৌষট্টি কামকলার সমৃদ্ধ
চকোলেট ডের খরোষ্ঠী লিপির পাঠোদ্ধার করে
অভিসার নামে কবিতা মেসেঞ্জারে পাঠিয়ে বললুম দেখুন তো
গঙ্গা জলে গঙ্গা পূজার গপ্প —
আমার কথা শেষ না হতে হতেই ব্লক করে দিল মেসেঞ্জার থেকে
বাহবা বেশ ভালো লাগলো চকলেটের কবিতাটা অসমাপ্ত থেকে গেলো —