প্রতীক্ষা
নীলা আলম
_____________
মাপকাঠিতে খুব এগিয়েই আছে আমার প্রতীক্ষা
যখন কথার কথা বলে হেসে উড়িয়ে ভেসেছ আমার চন্দ্রমুখে
তখন আমি সেই কথার কথাই বিতল সূত্রে রেখে দিলাম আমার গোপন সিন্দুকে!
জানালার গ্রীল ধরে একটু সামনে মস্ত বড় বাড়ির ফাঁকফোকর কেটে যখন আমার গায়
জোছনার ডেউ ভাঙে তখন সম্মুখে কেবল আমার প্রতীক্ষার ঘর মনে পরে।
আমি হেম নলিনি তোমার ভাষায় বা তোমার চেতনায়,
আর তুমি আমার কিসে?
বুঝতে পারো কি?
ভৈরবী রাগের নিক্বণে কাঁকনের রিনিঝিনি চাঁদ-সূর্য বা সাগর নদী পাহাড়
এসব কিছুই না,
সম্পূর্ণ আলাদা নতুন জগত
যেখানে তোমার নামে শিল্পিত জিকির বন্দনা হয়।