গর্ব ও গৌরবের অহংকারে ওপার বাংলার কবি- মধুছন্দা গাঙ্গুলী লিখেছেন কবিতা “একুশে ফেব্রুয়ারী”

581
ওপার বাংলার কবি- মধুছন্দা গাঙ্গুলী

একুশে ফেব্রুয়ারী

                মধুছন্দা গাঙ্গুলী

লাখো বাঙালীর রক্তে রাঙ্গা
একুশে ফেব্রুয়ারী,
ভাষা শহীদ, তোমাদের কথা
আমরা কি ভুলতে পারি !
শত-শত ভাইয়ের রক্তে রাঙ্গানো
বুকে একরাশ আশা,
সে যে আমাদের মাতৃভাষা
আমাদেরই বাংলাভাষা !
শত-শত প্রাণ দিয়ে বলিদান
তাঁরা বাংলাভাষার রেখেছিল মান,
শত-শত মায়ের অশ্রুধারা,
শূন্য যে কোল, সন্তানহারা !
একুশে তুমি বাংলা মায়ের
হৃদয়ের ভালোবাসা,
তোমার বলিদানে পেলাম আমরা
প্রিয় পরাণের ভাষা !
বাহান্নর সেই করুণ দিনে
যাই ফিরে বারে-বারে,
সেলাম জানাই রফিক, শরিফ
বরকত ও জব্বারে!
ভিন-দেশীদের অত্যাচার আর
বীর শহীদদের কথা,
রক্তাক্ষরে ছেয়ে আছে আজ
ইতিহাসের প্রতি পাতা !
তুচ্ছ করে জীবন যাঁরা
বিলিয়ে দিলো প্রাণ..
শপথ করি মনেপ্রানে
রাখবো তাঁদের মান !
সূর্যসম দীপ্ত হোক বাংলা ভাষার নাম,
মহান একুশ জানাই তোমায় সহস্র প্রণাম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here