নীলাঞ্জনা
এন এম রফিকুল ইসলাম
————
নীল শাড়ী নীল আঁচল
নীল জরি পাঁড়,
হাতের কাঁকনে তার
নীলের বাহার।
কালো কেশ নীল ফিতা
চার নড়ে বেণী,
কোমর ছাড়িয়ে দোলে
দিবস রজনী।
কপালেতে নীল টিপ
নীল তারকায়,
নীল শিখা দীপ জ্বালে
নীলাভ আভায়।
নীল জলের নীলাক্ষি
নীল পারাবার,
নীল আকাশ ছুঁয়ে যায়
রূপের জোয়ার।
নীলের অসীমে ভাসে
হাসির ঝিলিক,
নীল প্রজাপতি ওড়ে
ভুলে যায় দিক।
নীল নীল ছোঁয়া লাগে
সাদা সাদা মেঘে,
অকারণে ছুঁয়ে তারে
জড়ায় আবেগে।