বিরান
দেবাশ্রিতা চৌধুরী
হেমন্তের ফসলশুন্য বিরান মাঠ
আলপথে হেঁটে যায় কারা
নদীর গভীরে প্রদীপ ভাসিয়ে
অন্ধকারের বুকে আলতো আভাসে
সুখ খুঁজে সুখ মাগে
মিলন বিরহ আর ভাতকাপড়ে।
উপরে বৃদ্ধবটের প্রাপ্তবয়স্ক ঝুরি
শাঁখা বেঁধে লাল শালুর গিঁটে
সুখ খুঁজে জীবন খোঁজে
শীতল বাতাস কাকে সুখ দেয়
কাকে দেয় শোক সাড়া
নরম হাওয়ায় কোন দীপ জ্বলে
কার দীপ নিবে যায়…
নিঃস্ব ঘাটের বুকে লিখে গেছে ধারা।