কৃষ্ণনগর, আগরতলা ( ভারত ) থেকে কবি দেবাশ্রিতা চৌধুরী লিখেছেন কবিতা ”বিরান”

556
কবি দেবাশ্রিতা চৌধুরী

বিরান

                দেবাশ্রিতা চৌধুরী

হেমন্তের ফসলশুন্য বিরান মাঠ
আলপথে হেঁটে যায় কারা
নদীর গভীরে প্রদীপ ভাসিয়ে
অন্ধকারের বুকে আলতো আভাসে
সুখ খুঁজে সুখ মাগে
মিলন বিরহ আর ভাতকাপড়ে।
উপরে বৃদ্ধবটের প্রাপ্তবয়স্ক ঝুরি
শাঁখা বেঁধে লাল শালুর গিঁটে
সুখ খুঁজে জীবন খোঁজে
শীতল বাতাস কাকে সুখ দেয়
কাকে দেয় শোক সাড়া
নরম হাওয়ায় কোন দীপ জ্বলে
কার দীপ নিবে যায়…

নিঃস্ব ঘাটের বুকে লিখে গেছে ধারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here