মনে পড়ে তোমাকে
হোসনে আরা রিতা
মনে পড়ে তোমাকে
অনেক বেশি
বেঁছে আছি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নিবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে,,
যার উত্তর কখনো মেলে না!!!
কিছু কিছু ভুল থাকে……
যা কখনো শুধরানো যায় না,,,,,
আর ” কিছু কিছু কষ্ট থাকে ”
যা কাউকে বলা যায় না,,,
তারপর ও ভাল থাকার প্রচেষ্টা,,
“ অপেক্ষা হলো ভালোবাসার
প্রধানতম শর্ত সবাই ,
ভালোবাসি বলতে পারে অতি সহজেই
কিন্তু অপেক্ষায় থেকে,
সেই ভালোবাসা প্রমাণ দিতে পারে ক’জনা।
কিছু মানুষ ভালোবাসতে জানে
কিন্তু মূল্য দিতে জানে না ,
ভূল করতে পারে কিন্তু
ক্ষমা চাইতে পারে না।
কারণ,,,,তাদের শিক্ষা আছে বিবেক নেই
কেউ কারো জন্য মরে যায় না ,
সবাই বেঁচে ঠিকই থাকে,
জীবন চলতে থাকে জীবনের নিয়মে
শুধু মরে যায় ভালোবাসা
আর সাজানো স্বপ্ন গুলি।