ভাইরাস
রেবেকা রহমান
মর্মান্তিক পৃথিবীর অনতিদূরের কোয়ারেনটাইনে
আমরা দুজনে — পৃথক
কোলাহল যেখানে জনশূন্য!
ঝাপসা চোখ নিয়ে চশমা পরছি
তোমার সুগন্ধি রুমাল
বরুনার অশ্রুর দাগ মুছে দিতে আজ অপারগ!
সুনীল—— কথা ছিলো
আমাদের হাত ধরেই এই পৃথিবী হবে বাসযোগ্য
অথচ
দেখো কভিড -১৯এর করাল থাবায় ছড়িয়ে পড়েছে বিষ —!!
মৃত্যুর মিছিল, আর অন্ধরারের এই ভুতুড়ে নগর!
শব্দহীনতা নিয়ে নিশ্চিত দুরত্বে দাঁড়িয়ে
দাঁড়িয়েই, ভালবেসে যাবো আমরা
মৃত্যুকে বৃদ্ধাঙুল দেখিয়ে
একদিন আলিঙ্গনে আবদ্ধ হবার দুর্দান্ত বাসনায় ।।