“আগে কি সুন্দর দিন কাটাইতাম”
নাসরীণ_জাহান_রীণা
সুবর্ণ অতীতগুলো গো হারা হেরে আছে আজিকার বিবর্ণ কাল সাপের কাছে …
জন্মান্ধের মতো নিষ্ক্রিয় আঁখি বুজেও তোমার উষ্ণ পরশের ছোঁয়ায় নিংড়ে নিতাম হৃদগহ্বরের শেষফোঁটা ভালোবাসার নির্যাস…
কেবল হাতে হাত রেখেই বিকিকিনি হতো বিশুদ্ধ হৃদমডেল
অযুত-নিযুত-কোটি বার…
এই এতটুকুনেই আবেদন ছিলো জলজ্যান্ত- তুঙ্গে …
কিন্তু দেখো আজ প্রেমের কেমন বিচ্ছিরি অবস্থা!
শরীরে শরীর ঘর্ষণে আদিমদের প্রথম আগুনের আবিষ্কারই হচ্ছে
সেথা প্রেমের চাষাবাদ হচ্ছে কোথা ?
প্রেম যে দু’খান মনফুলের মালা গাঁথন
এখন এমন মালা গাঁথে ক’জন ?
সাদা-কালো দিনের হারানো গীতিতে
প্রেম-বিরহ,ভক্তি জাগতো শ্রুতিতে
কথা-সুর,তাল-লয়ের মাখামাখিতে
কি ব্যঞ্জনা ছড়াতো ছায়া বনবীথিতে!
আজিকার রিমিক্স, মিউজিক, ভিডিওতে
আছে কি সেই সুমধুর তান ?
সুললিত কণ্ঠ,সুশোভিত দৃশ্যপট
আর সুরের মূর্ছণার সেই গান ?
কংক্রিটের পদতলে পিষ্ট হচ্ছে
গাঁয়ের সুগন্ধি সমীকরণ…
সহজ-সরল অন্তরাত্মা
ধরে ধরে পুরছে কারাগারে …
গডফাদার ভাগ্য বিধাতা
দিনে দিনে ইমারত গড়ে …
ন্যায় এখন বিলীন হচ্ছে ‘অ’ যোগে ভু-স্বামীর কাছে …
ডাল-ভাত আর আলুভর্তার স্বাদ খেয়েছে গিলে
বিদেশি আর ভেজালযুক্ত খাবার…
সরলা গৃহবধূর কলসি কাঁখে নয়নাভিরাম পট হারিয়ে গেছে কৃত্রিমতায় …
পালাগান আর লোকগীতি
অতি আধুনিকতায় পায় ভীতি
ত্রাসে কাঁপে সুকোমল অনুভুতি…
পরিবার বন্ধন
ছিঁড়ে করে ক্রন্দন
সকল প্রত্যক্ষ করে
মন আনচান করে
ভোলামন বলে ওঠে
আগে কি সুন্দর দিন কাটাইতাম !