দুরত্বে অবস্থান
রোজিনা রুমি
বহুযুগ পুরনো ভালবাসাও আজ করোনায় আক্রান্ত,
দুরত্বের ব্যবধানে খসে পড়েছে শুভদৃষ্টি,
রাজ দীঘির মতো চোখের তারা থমকে গেছে
কত কাছে ছিল একদিন
আজ শুধু ব্যবধানে অবস্থান,
নিঃশ্বাসের ঘ্রাণ উবে গেছে সেনিটাইজারের ছোঁয়ায়।
স্পর্শের অনুভব ভাইরাসে আক্রান্ত,
ভুলে গেছে সেসব মধুময় ক্ষণ,
আসেনা আর টোকা দিতে অনুভূতির দরজায় ।
খুঁজে ফিরি পত্রপুষ্পভরা সেই বুকের উদ্যাণ,
যেখানে প্রেমময় স্বপ্নরা লুকোচুরি খেলতো।
অবরুদ্ধ ঢেউ খেলানো রুপালী নদীতে
সুখের নৌকা ভাসতো সুবাহারের প্রচ্ছন্ন জল বেয়ে।
জ্যোতির্ময় বুকে ছনপাতার নির্যাস মেখে
স্মৃতির নীলপরীরা বুনতো শীতলপাটি ।
আরও কতকাল এভাবে পরাজিত ঋতুর
চিবুক স্পর্শ করে পদ্যের নিশান উড়াতাম।
বৈরিতার ঘুর্ণিতে আজ সব স্মৃতি দিশেহারা,
অনির্বান প্রেমের আয়না ভাঙ্গে
আকৈশোর শপথের মর্মর আঘাতে।
ফিরে যাওয়ার ছিলোনা তাড়া যদিও
আশ্চর্য নৈশব্দের ভিতরে চলে গেল দুরত্বে।
নিবারনের ঠোঁট দুটো শুকিয়ে গেল
নিরুত্তর হৃদয় কাঁপলো আনমনে
বুকের গহীনে সঞ্চিত ক্ষত এঁকে গেল নির্দ্বিধায়।
তৃষ্ণার্ত লোচন আজ শুধু ফিরে পাওয়ার
প্রতীক্ষায় অধীর।
অথচ—-
শেষ অনুযোগ দিয়ে করে নিল দুরত্বে অবস্থান।