“নীল বিষ ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- শারমিন আ-ছেমা সিদ্দিকী

536
“নীল বিষ ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- শারমিন আ-ছেমা সিদ্দিকী

নীল বিষ

শারমিন আ-ছেমা সিদ্দিকী

বিষাক্ত নীল বিষের ছোবলে
আমার হৃদয় মন্দির পীত রং হয়ে গেছে,
আকাশের কালো মেঘের মতো
ভিতরটা অন্ধকারে ঢেকে গেছে।

কোথাও একবিন্দু আলো
খুঁজে পাইনা আমি,
তুমি কি কিছু দেখতে পাও
আমার অন্তর্যামী?

অন্তর বিষের ঝাঁঝালো গন্ধ
আমাকে অবচেতন করে দেয়,
আমি জীবিত নাকি মৃত তা
বোঝার নেই কোন উপায়।

স্রোতের নিয়মে জীবনের অংক
যাচ্ছি আমি কষে,
ভাঙলাম নাকি মচকালাম
আমি কিছুই বুঝি না বিষে।

নিয়তি আমার খেলছে কেন
এমন করুণ খেলা,
যেন শরতের আকাশে থমকে থাকা
সাদা মেঘের ভেলা।

আমার নিঃশ্বাসের যন্ত্র খানি
আর চলতে নাহি চায়,
নীল বিষের যন্ত্রণায় কেবলই
সে যে করে হায় হায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here