।মুখাগ্নি।।
অনিমেষ সিংহ
আমাকে বেরিয়ে পড়তে হবে, আগুনের খোঁজে,
যে আগুন দিয়ে, আমার মুখাগ্নি হবে।
আমাকে, কবরেও দিতে পার।
ইচ্ছাপত্রে, তেমন কিছুই লেখা থাকবে।
এতো শীতল মাটিতে আমাকে রেখে যেওনা, সুজন!
মুখে আগুন দিও,
সে তুমি বা তোমরা, কবরে দাও কিম্বা জ্বালাও
ইচ্ছাপত্রে, এটাই লিখলাম-
মুখে আগুন দেওয়া চাই। আগুনের ক্ষুধা আমার চিরদিনের।
জ্ঞান হওয়ার পর থেকেই-
আমার পরিধির ভেতর, আগুন খুঁজেছি বারবার।
আজও বেরিয়ে ছিলাম,
কালও বেরুবো, আগুনের খোঁজে।
আমার মৃত্যুর আগে –
অথবা, মৃত্যুর পরে কেউ, মুখাগ্নি করো
বুকের আগুনে।