নিজে বাঁচো,দেশ বাঁচাও
শাহনা রহমান
এই শোনো …
দেশের আজ মহাবিপদ
দেশের জন্য কিছু করো…
তোমার সাহায্য প্রয়োজন তার বড়ো,
তুমি কি চাও? বাইরে যেয়ে, বিপদ বাড়াও?
থাকো ঘরে
নিজে বাঁচো,দেশ বাঁচাও…
ধরো,আকাশে বোমারু বিমান
তুমি কি বাইরে, বেরুবে তখন ?
প্লিজ, একবার , ভেবে দেখো
বাইরে যেয়ে, কেনো তুমি, বিপদ ডাকো?
তুমি যদি হও প্রিয়জনের মৃত্যুর কারন
যাদের নিয়ে,তোমার সুখের, জীবনধারণ
বাঁচার এখন একমাত্র পথ কোয়ারেন্টাইন
তেমন হলে নিজেই নাও না ,আইসোলেশন
বাইরে যাবে ! কেনো খামাখা ! বিপদ বাড়াও?
ঘরে থাকো
নিজে বাঁচো,দেশ বাঁচাও…
মিটিংমিছিল সব সমাবেশ দূর করো
এখন যে ভাই, কাজের চেয়ে, জীবন বড়ো
দেশকে ভালো যদি বাসো,ঘরে থাকো
ভয় পেও না, মনের ভিতর, সাহস রাখো
নিজে বাঁচো,অন্যকেও বাঁচতে দাও
এইতো সুযোগে দেশ প্রেমিকে নাম লিখাও
আচ্ছা, কেন বাইরে যেয়ে, বিপদ বাড়াও?
ঘরে থাকো
নিজে বাঁচো,দেশ বাঁচাও
করোনা শুধু মানুষ চেনে,আর কিছু না
তাই তোমায় বাইরে যেতে করছে মানা
হপ্তাদু’য়েক ঘরে বসেই দিন কাটাও
ঘরে থাকো
নিজে বাঁচো ,দেশ বাঁচাও
চারিদিকে লাশের মিছিল,দেখছো না?
নতুন একটা ভোরের জন্য, প্রার্থনা
বিশ্বনিখিল হেসে উঠুক আগের মতো
দূর করে দাও, বিপদ আপদ সংকা যতো
দাও ফিরিয়ে আগের সেই জীবনধারা
সবাই আমরা আবার হবো বাঁধন হারা
এতো বলি! তাও কেনো যে,বাইরে যাও?
ঘরে থাকো,
নিজে বাঁচো ,দেশ বাঁচাও…