“এবার হবে কথা ”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি ওপার বাংলার কবি_বিজিত গোস্বামী।

509
ওপার বাংলার কবি__বিজিত গোস্বামী

এবার হবে কথা

                  “”””””””
                বিজিত গোস্বামী

কালো ছাপ ছাপ দাগ রেখে যাও
অনুভূতিগুলো বুকে হেঁটে যায় পাহাড় ক্রমশ
সকাল থেকে আঙ্গুলে এক দুই তিন মিথ্যেগুলো
ডিঙ্গুতে চায় গরল মূকাভিনয়।

রঙীন কথামালা পথভোলা এক পথিক—
বিশ্বাস; একবার থমকে দাঁড়ায়
প্রতিবাদ পত্রে নির্ঘোস সত্য এজলাসে ওঠে যন্ত্রণা!
অন্ধ চোরাগলি থেকে উঠে বিবেক তাড়না
আমি মিথ্যে বলিনি এ ছিল প্রত্যয়; ধৈর্য্য অভেদ সত্য।

দিনের শেষে যে পাখী ফিরে গেছে বাসায়
সেও জেনে গেছে মিথ্যে মুখোশের গালগল্প কথা
আমরা মুক্ত হতে পারিনি মিথ্যের বেশাতি থেকে।

আজ একবার তাকাও ভুল গুলোর দিকে
সত্যের পথ ধরে চেয়ে নাও ক্ষমা; তোমার প্রায়শ্চিত্ত!
তোমার বাগানের হাজার ফুলে দেখো চেয়ে
মিথ্যে শেখেনি বলতে ওরা!
নিষ্পাপ চোখে সত্য দেয় তুলে
দেখো চেয়ে যে গাছটা রোজ দেখে তোমায়; শরীর মন সব
যার ছায়ায় বসে মিথ্যের ঢাকনা লাগাও গায়ে
সে কিন্তু অবহেলা করেনি তোমায়।

কথা দাও; হাজার মিথ্যের শেষে প্রশ্ন করবে না আর
মৃত দেহের ক্ষত ধরে বিষ খেয়ে হলে নীলকন্ঠ আজ
উন্নতশীর যতো তাঁরাই বলে সত্য
মুক্তির লক্ষ্যে এবার হবে কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here