বর্ষবরণ
রোজী নাথ
বছর শেষে নতুন আলো, নতুন সূর্যোদয়
বাঁচার যতই আকুতি শুনি ,মনে ভীষন ভয়।
সকল দুঃখ যন্ত্রণাকে চলো আজ মুছে ফেলি
লকডাউনের সুফল পেতে একটু ঘরেই থাকি।
আশায় আলো বুকে নিয়ে স্বপ্নে সাজাবো দুচোখ
নতুন ছন্দে জীবন বেঁধে বিদায় দেবো পুরাতন।
নব চেতনায়, নব উদ্যমে সাজবে আবার জীবন
ভেদাভেদ ভুলে দেখবো আমরা শুধুই মানববন্ধন।
মৃত্যুর চেয়ে বড় সত্য পৃথিবীতে কিছু নেই
নিজের ভুলে আমরা যেনো সঙ্কট না বাড়াই।
নববর্ষের নব উদ্যম আনন্দ আজ ম্লান
মৃত্যু মিছিলের সহযাত্রী লক্ষাধিক প্রাণ।
এবারের সব মেলা প্রাঙ্গণ ধূ ধূ মরুভূমি
হালখাতা আর উৎসবে যেন করোনার হাতছানি।
মানবজাতি একজোট হয়ে এসো প্রজন্ম বাঁচাই
নববর্ষের দীপ্ত শপথে থাকি যেন ঘরে সকলেই।
বাঙালি তথা বাংলা মায়ের এই উৎসবের দিন
একাত্মতায় নববর্ষকে করব সবাই বরণ।
নতুন ঊষার নতুন আলোয় উজ্জ্বল হোক ধরা
পৃথিবীর বুকে জাগ্রত হোক আবারও মানবতা