মেঘমালা
নাসরিন আক্তার
রূঢ় মরুভূমি, তপ্ত বালুকারাশি
হেঁটে চল খোলা চরণ
নাহয় কিছুটা হলো দহন।
মন তুই ময়ূরী বিহনে কাতর
তোর বিরহে কাঁদে আঁখি,
মনময়ূরী পাখা ঝাপটায়
অন্য কারো খাঁচায়।
তুই রূপমঞ্জরির রূপ দেখিস
মনের আয়নায়,
মনের বাসনা মেঘমালা হবো
সূর্যের তপ্তরশ্মি আগলাবো
হৃদয়ের ছায়।
সময় এসেছে তল্পিতল্পা তোলার
দূর আকাশে মেঘ বলে যাবো যাবো।